Advertisement

Ena Saha Holi Celebration: এনা দোলে নিজের সিক্রেট ফাঁস করলেন, সারাদিন কী সব খেয়ে নাকি হেসেছিলেন!

শরীর খারাপ নিয়েই রং খেলায় মাতলো এনা, নিজের বোনকে নিয়ে তিন রকম আবির নিয়ে দোল খেলায় মাতলেন এনা সাহা। কার কোনটা পছন্দের আবিরের রং সেটাও নিজেই জানালেন অভিনেত্রী। শ্বেত শুভ্র নতুন জামা কাপড় পড়ে আবিরে রাঙা হলেন দুই বোন। দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত, হিন্দুধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল। হোলিকা দহন হল অশুভ শক্তির বিপরীতে শুভর জয়।

Ena Saha Holi Celebration

Advertisement