Advertisement

Gargee Roychowdhury: ছোটোবেলায় কীর্তনের দলে গান, নাটক-যাত্রা থেকে সিনেমা; 'ব্যক্তিগত' গার্গী রায়চৌধুরী

গার্গী রায়চৌধুরী। টলিউডের অন্যতম 'জাত' অভিনেত্রী। ছোটো থেকেই নাটকের সঙ্গে যুক্ত। যাত্রাতেও অভিনয় করেছেন। ২০০৪ সালে বাংলা সিনেমায় তাঁর প্রথম অভিনয়। তারপর কেটেছে ২০ টা বছর। একের পর এক হিট ছবিতে কাজ করেছেন। তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। গায়িকা হিসেবে সুখ্যাতি রয়েছে। তবে প্রচলিত ধারায় কোনওদিনই অভিনয় বা গান শেখেননি। তাও তিনি সফল। 'ব্যক্তিগত'-তে এবারের অতিথি গার্গী রায়চৌধুরী। প্রথম এপিসোড শুক্রবার।

Exclusive Interview Of Actress Gargee Roychowdhury

Advertisement
POST A COMMENT