Advertisement

Indrani Halder-Rath Yatra Exclusive: মহাপ্রভুর কাছে প্রার্থনা জগন্নাথভক্ত ইন্দ্রাণীর, এবার রথযাত্রায় প্ল্যান কী অভিনেত্রীর?

সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জগন্নাথ মহাপ্রভুর ভক্ত। নিজের বাড়িতে প্রতি বছর ধুমধাম করে রথযাত্রা উদযাপন করেন সকলের প্রিয় 'শ্রীময়ী'। এই বছর তাঁর কাছে আরও বেশি স্পেশাল। বিরতির পর ফের বড় পর্দায় ফিরেছেন ইন্দ্রাণী। সামনেই মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'কুলের আচার'। এবছর জগন্নাথদেবের কাছে কী চাইছেন অভিনেত্রী? বাড়িতে রথযাত্রার আয়োজন কেমন হয়েছে? আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেয়ার করলেন 'কুলের আচার'-র 'মিতালি' ওরফে ইন্দ্রাণী হালদার।

Indrani Halder Rath Yatra preparations celebrations at home

Advertisement
POST A COMMENT