Advertisement

Leena Gangopadhyay On Bahamoni: বাহামণি এখন কোথায়-সিরিয়ালে কি ফিরবেন ?

জনপ্রিয় সিরিয়াল 'ইস্টিকুটুম'-এ বাহামণির চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন রণিতা দাস। বাহামণির জনপ্রিয়তা নজর কেড়েছিল সবাই। সেই বাহামণি-কে নিয়ে কথা বললেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। তিনি জানান, রণিতার সঙ্গে তাঁর কথা হয় তবে রণিতা তাঁকে কোনওদিন কাজের ব্য়াপারে বলেনি। বললে নিশ্চয় কাজ পেত। অনেকেই তো কাজ করছেন। তাঁর পক্ষে কাজ পাওয়াটাও অসম্ভব হত না।

Exclusive Interview Of Writer Leena Gangopadhyay

Advertisement
POST A COMMENT