Advertisement

Nusraat Faria Exclusive: রমজানে খোলামেলা ছবি নিয়ে ট্রোলড, মুখ খুললেন নুসরত ফারিয়া

আলোচনায় নুসরত ফারিয়া। আগামী ২১ এপ্রিল, ইদের আগে মুক্তি পাবে তাঁর নতুন গান 'বুঝিনা তো তাই'। এই গানে তিনি প্রথমবার একসঙ্গে কাজ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক- র‌্যাপার মামজি স্ট্রেনজারের সঙ্গে। গানটি মুক্তি পাবে এসভিএফ মিউজিকের ব্যানারে। সম্প্রতি গানের প্রচার করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দুই বাংলার নায়িকা তথা সঙ্গীতশিল্পী। আর সেখানেই আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। চলছে রমজান মাস। পবিত্র রমজানের সময় খোলামেলা ছবি শেয়ার করায়, কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তাঁর পোস্টের কমেন্ট বক্স ভরেছে ট্রোলিংয়ে। এই নিয়ে bangla.aajtak.in-এ এবার মুখ খুললেন নুসরত। জানালেন কীভাবে অভিমান কাটবে তাঁর ফ্যানেদের।  

Advertisement
POST A COMMENT