বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবী চৌধুরানী' এবার বড় পর্দায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভ্রজিৎ মিত্র। এবারে পুজোয় মুক্তি পাবে শ্রাবন্তী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তির আর হাতে গোনা দিন বাকি। তার আগে প্রচার চলছে জোর কদমে। রবিবার শুরু হয়েছে 'জয় ভৈরবী যাত্রা'। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিনোদিনী থিয়েটার (স্টার থিয়েটার) পর্যন্ত ঘোড়ায় চড়ে প্রচার সেরেছিলেন পর্দার দেবী চৌধুরানী- ভবাণী পাঠকেরা। সঙ্গে ছিলেন ছবির বাকি কলাকুশলীরা। মঙ্গলবার, এই যাত্রার দ্বিতীয় অধ্যায়। কলকাতায় ডাকাতি করার পর রাতের অন্ধকারে ভবানী পাঠক, দেবী চৌধুরানীর সঙ্গে পুরো ডাকাত দল নিয়ে গেল রায়গঞ্জ ও মালদায়। স্টেশনে টলি তারকাদের ঢুকতেই, অনুগামীদের ভিড়। ঢাকের আওয়াজের সঙ্গে মালা পরিয়ে বরণ করে নিলেন প্রসেনজিৎ ভক্তরা।