Advertisement

Sandipta- Suhotra Exclusive: খিদেয় কারও মাথা কাজ করে না, কেউ উটে চড়ে বেসামাল! ফাঁস করলেন সন্দীপ্তা-সুহোত্র

নববর্ষে ফের বড় পর্দায় আসছে একেন বাবু। শৈল শহরের পরে এবার ডেস্টিনেশন মরুভূমি। আসছে নতুন বাংলা ছবি 'দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান'। বরাবরের মতো কাল্পনিক এই বাঙালি গোয়েন্দা চরিত্রকে নিয়ে গল্প লিখেছেন প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত। এসভিএফ-এর প্রযোজনায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই ছবি। বাপ্পাদিত্য অর্থাৎ বাপি বাবু চরিত্রে অভিনয় করছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং প্রমোথ চরিত্রে রয়েছেন সোমক ঘোষ। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেন, রজতাভ দত্ত, রাজেশ সাহা, সুব্রত দত্তর মতো অভিনেতাদের। রাজস্থানে শ্যুটিং চলাকালীন দারুণ অভিজ্ঞতা হয়েছে অভিনেতাদের। মজার ঘটনা ঘটেছে সন্দীপ্তা- সহোত্রদের সঙ্গেও। bangla.aajtak.in -এর সঙ্গে এক্সক্লুসিভ আড্ডার মাঝে শেয়ার করলেন দুই অভিনেতা। সামনে এল অজানা সিক্রেটস।

Advertisement
POST A COMMENT