মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। বৃহস্পতিবার অভিনেত্রীর ফ্যান ক্লাবের তরফে বর্ণাঢ্য আয়োজন শ্যামবাজারে। শুভশ্রীর কাটআউটে দুধ ঢাললেন ভক্তরা। তারপর আরতি। সেই সঙ্গে চলল স্লোগান, শিরায় শিরায় রক্ত, শুভশ্রীর ভক্ত।