Advertisement

Suhotra Mukhopadhyay: একাধিক গোয়েন্দার সহকারী থেকে 'ডাকঘর'-র পোস্টমাস্টার, জার্নি শেয়ার করলেন সুহোত্র

কখনও তিনি একেন বাবুর সঙ্গী 'বাপি বাবু', তো কখনও সত্যান্বেষীর প্রিয় সঙ্গী অজিত। আবার 'ডিফেক্টিভ' গোয়েন্দা গোরার সহকারীও তিনি। কথা হচ্ছে অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়কে নিয়ে। বড় পর্দা, ওটিটি-র একাধিক গোয়ান্দার চরিত্রে সকলের মন জয় করার পর এবার পোস্টমাস্টারের ভূমিকায়। অভ্রজিৎ সেনের পরিচালনায় হইচই-তে আসছে 'ডাকঘর'। এই সিরিজে হাগদা গ্রামের পোস্টমাস্টার দামোদরের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিজে সুহোত্রর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। নতুন সিরিজ থেকে ব্যক্তিগত জীবন নিয়ে bangla.aajtak.in-এর সঙ্গে আড্ডা দিলেন সুহোত্র।

Advertisement
POST A COMMENT