'আমাকে প্রোডিউসাররা পয়সা দেয়। তাই নিয়ন্ত্রণ করি। যে কোনও পেশায় দায়িত্ব থাকে। আমার প্রিয় খাবার শিঙাড়া, আর আলুপোস্ত ডাল ভাত। আর উচ্ছে। পুজোর ভোগ মাস্ট। বাঙালি খাবার আমার কাছে আবেগ'। বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।