দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ধূমকেতু মুক্তির আগে আবারও ফিরল সেই বাংলা ছবি বনাম হিন্দি ছবির বিতর্ক। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন দেব ও ঋতুপর্ণা। ওই বৈঠকের পর দেব বলেন,'বড় হিন্দি ছবি এলেই বলে বাংলা ছবি চালাতে দেব না। এই নিয়মটা কোথাও নেই। বাংলাতেই জোর করে চাপিয়ে দেয়। বাংলায় বাংলা ছবি চালাতেই হবে'। যোগ করেন,'অনেকটাই সমাধান নয়। এটা ধূমকেতুর লড়াই নয়। টনিক থেকে লড়াই চালাচ্ছি। আমাকে লড়াই করতে হলেও স্বাধীন নির্মাতাদের কতটা কঠিন লড়াই!' অরূপ জানান, বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে।