Advertisement

Vicky Kaushal: ‘ছাবা’ মুক্তির আগের দিন প্রয়াগরাজে ভিকি! ত্রিবেণি সঙ্গমে গিয়ে কোন প্রার্থনা করলেন?

'ছাবা' মুক্তির আগে প্রয়াগরাজে অভিনেতা ভিকি কৌশল। ১৪ ফেব্রুয়ারি তাঁর সিনেমা ছাবা' মুক্তি পাচ্ছে। মুক্তির আগে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন ভিকি কৌশল। ছত্রপতি শিবাজির ছেলে মারাঠা বীর সম্ভাজির চরিত্রে অভিনয় করছেন ভিকি। মহাকুম্ভে পৌঁছে তিনি বললেন, "আমি খুব ভালো বোধ করছি। আমি মহা কুম্ভের অংশ হওয়ার জন্য এই সুযোগের জন্য দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি খুব ভালো এবং ভাগ্যবান বোধ করছি,"

Advertisement
POST A COMMENT