মুম্বইয়ে গণেশ বন্দনায় অভিনেত্রী ভাগ্যশ্রী। তিনি জানান, আমি সর্বদা ভগবান গণপতির আশির্বাদ পেয়েছি। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে আমার মেয়ের ছবি 'আঁখ মিচোলি', ছবির সাফল্যের জন্য আমি বাপ্পার কাছে প্রার্থনা জানিয়েছি।