Advertisement

Ganesh Chaturthi 2023: বিয়ের পর প্রথম গণেশ পুজো, বাপ্পাজির বন্দনায় পলক

বিয়ের পর প্রথম গণেশ চতুর্থী। গায়িকা পলক মুচ্ছলের কাছে তাই খুবই স্পেশাল এই উৎসব। গণেশ বন্দনা গেয়ে বাপ্পাজির আরতি করলেন গায়িকা। পলক জানিয়েছেন যে প্রত্যেক বছর এই পাঁচদিনের গণেশ উৎসবের জন্য তিনি অপেক্ষা করে থাকেন। এটা তাঁর খুবই প্রিয় এক উৎসব।এদিন পলককে দেখা গেল নিষ্ঠা সহকারে গণেশজির আরতি করতে। প্রসঙ্গত, গত বছর নভেম্বরের সুরকার মিঠুনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন।

Advertisement
POST A COMMENT