আরজি কর কাণ্ড নিয়ে এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী। এদিন কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় যখন নিজের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তখন আমি অত্যন্ত আশাহত হয়েছিলাম। মনে হল পুলিশ চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। বাংলায় ছোটো ছোটো যত পার্টি অফিস আছে সেগুলো ক্রিমিনালদের ঘাঁটিতে পরিণত হয়েছে। বাংলার রাজনীতিতে বদলের প্রয়োজন। আমার মনে হয় এবার সময় এসেছে যে, শিল্পপতি-শিল্পী এবং নতুন জেনারেশন যারা বাংলা ছেড়ে চলে যাচ্ছে তারা আবার ফিরে আসুক।” পাশাপাশি তাঁর কটাক্ষ, “একমাত্র কাশ্মীর এবং বাংলায় আমি সিনেমার শ্যুট করতে পারিনি। কারণ আপনারা বুঝুন।”