Advertisement

Sara Sengupta: Ramp মাতালেন যীশু সেনগুপ্তের মেয়ে

বয়স ছিল মাত্র 13 বছর। উমা ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন সারা। এখন সারা সদ্য হয়েছেন প্রাপ্তবয়স্ক। তাঁকে নিয়েই সৃজিত তাঁর সামাজিক মাধ্যমে লিখলেন এক আবেগঘন পোস্ট। সৃজিত লেখেন, 'আমার সেই ছোট্ট উমা গোটা পৃথিবীর শত শত মেয়েদের মধ্যে 'ডিওর'-এর মডেল হিসেবে মনোনীত হয়েছে। Ramp-এ কি অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে হাঁটল ও। আর সমস্ত কিছু নিজে নিজে। গর্ব গর্ব গর্ব...' মুম্বইতে বসেছিল একটি বিদেশি ব্যান্ডের ফ্যাশন শো। সেখানে হাজির ছিলেন বিরাট কোহলি , অনুষ্কা শর্মার মতো তারকারা। আর সেই ব্র্যান্ডের ফ্যাশন শো-তে দেখা গেল টলিউড ও বলিউড অভিনেতার কন্যা সারাকে। একটি নীল সবুজ পোশাক পরেছিলেন সারা। চোখে ছিল গাঢ় মেকআপ। মোট কথা বেশ নজর কেড়েছেনএই স্টারকিড। এই ব্র্যান্ড এর ফ্যাশন শো-তে অভিষেক হল বলিউড অভিনেতা অর্জুন রামপালের কন্যারও।

Jisshu Sengupta, Sara Sengupta

Advertisement