ছবির প্রচারে কলকাতায় আসেন রণবীর কাপুর। তু ঝুটি ম্যায় মক্কার সিনেমার প্রচারে তিনি আসেন। সিনেমা প্রচারের মাঝেই ইডেন গার্ডেন্সে দেখা করেন সৌরভ গাঙ্গুলির সঙ্গে। দাদার সঙ্গে ক্রিকেটও খেলেন তিনি। সৌরভের বায়োপিক নিয়ে বেশ কিছুদিন ধরেই রণবীরের অভিনয় করার কথা শোনা যাচ্ছিল। তাকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এধরণের প্রস্তাব তার কাছে আসে নি। সৌরভের বায়োপিকে না হলেও, কিশোর কুমারের বায়োপিকের জন্য কাজ করছেন তিনি।