Advertisement

করোনা

আলু নিয়ে বড় সঙ্কট আসছে? প্রমাদ গুনছেন কোল্ড স্টোরেজ মালিকরা

আলু নিয়ে বড় সঙ্কট আসছে? প্রমাদ গুনছেন কোল্ড স্টোরেজ মালিকরা

25 Jul 2025

আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষ বেড়েছিল। হিমঘরে রাখা আলুর জন্য কেজি প্রতি মাত্র ৬-৭ টাকা পাচ্ছিলেন চাষিরা। এদিকে এই আলুই খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৯ টাকা দরে। ব্যাপক লাভ করছেন ফড়ে ও বড় ব্যবসায়ীরা। মাঝখান দিয়ে চাষিরা পড়েছেন চরম আর্থিক সঙ্কটে। অথচ হিমঘরে মজুত রাখা আলুর দাম এতটাই কম যে, খরচও উঠছে না। 

Advertisement