আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষ বেড়েছিল। হিমঘরে রাখা আলুর জন্য কেজি প্রতি মাত্র ৬-৭ টাকা পাচ্ছিলেন চাষিরা। এদিকে এই আলুই খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৯ টাকা দরে। ব্যাপক লাভ করছেন ফড়ে ও বড় ব্যবসায়ীরা। মাঝখান দিয়ে চাষিরা পড়েছেন চরম আর্থিক সঙ্কটে। অথচ হিমঘরে মজুত রাখা আলুর দাম এতটাই কম যে, খরচও উঠছে না।