প্রায় গোটা বিশ্বেই থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা (Corona Virus)। প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউতেও মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। মৃত্যুমিছিল চলেছে ভারতেও।
এই পরিস্থিতিতে করোনার প্রকোপ থেকে পৃথিবীকে রক্ষা করতে আয়োজিত হল 'বিশ্বকল্যাণ যজ্ঞ'। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দুর্গাপুর শাখার তরফ থেকে দামোদরের বিসর্জন ঘাটে এই যজ্ঞের আয়োজন করা হয়।
দুর্গাপুর ও বাঁকুড়া থেকে প্রায় ৫০ জনেরও বেশি পুরোহিত এই যজ্ঞে অংশ নেন। সারাদিন ধরে যজ্ঞের পাশাপাশি দামোদরের বুকে সন্ধ্যারতিরও ব্যবস্থা করা হয়।
মূলত করোনা অতিমারীর প্রকোপ থেকে যাতে পৃথিবী সুস্থ হয়ে ওঠে এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগও যাতে আর বিশ্বের বুকে আছড়ে না পড়ে সেই প্রার্থনা নিয়েই এদিনের এই যজ্ঞের আয়োজন বলে জানান পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা।