করোনা অতিমারী পাল্টে দিয়েছে মানুষের সব কিছু। বদলে দিয়েছে সব ধ্যান-ধারণা, অভ্য়াস। সেই ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু। যা এখনও শেষ হয়নি। আর কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। সেই প্রভাব যেন দেখা গেল এই শিশুর মধ্যেও।
এখন হ্যান্ড স্যানিটাইজার (Sanitiser) আমাদের কাছে খুবই পরিচিত জিনিস। সেটি আগেও ছিল। তবে এ ভাবে সবাই পকেটে নিয়ে ঘুরে বেড়াত না। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। হ্যান্ড স্যানিটাইজার (Sanitiser) যেন আবশ্যিক হয়ে গিয়েছে। বিশেষ করে রাস্তায় বেরোলে। বাড়ি থাকলে হাত ধোওয়ার জন্য অনেক উপায় রয়েছে। তাই চিন্তা নেই। কিন্তু রাস্তায় গেলে তার উপায় নেই। আর তাই হাত জীবাণুমুক্ত রাখতে ভরসা স্যানিটাইজার।
এই অতিমারীর সময় জন্ম এক শিশু সব কিছুকেই স্যানিটাইজার (Sanitiser) ভাবছে। তার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাস হয়েছে। মনে করা হচ্ছে, তার পরিবারের সদস্যদের সব সময় হাত ধুতে বা হাত পরিষ্কার রাখতে দেখেছিল। আর তাই খুদে সব কিছুকেই হ্যান্ড স্যানিটাইজার (Sanitiser) ভাবছে।
তার সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই শিশু সব কিছুকেই স্যানিটাইজার ভাবছে। তা সে বিদ্যুতের খুঁটি হোক বা বিদ্যুতের কোনও সার্কিট। আর সেখানে নিজের ছোট্ট দুই হাত বাড়িয়ে দিচ্ছে।
এই ভিডিও মানুষজনকে হাসাচ্ছে। এ কথা ঠিক। তবে তার থেকেও বেশি মানুষকে ভাবাচ্ছেও। মানুষের জীবন যে বদলে গিয়েছে, সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ২ কোটি মানুষ সেটি দেখেছেন। সেইসঙ্গে হাজার হাজার মানুষ সেখানে কমেন্ট করেছেন।
ওই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। Babygram.tr নামে অ্য়াকাউন্ট থেকে সেটি শেয়ার করা হয়েছে। সেখানেই তার মজাদার কীর্তি দেখা যাচ্ছে। যা দেখছে, তাকেই ভাবছে স্যানিটাইজার।