scorecardresearch
 
Advertisement
করোনা

COVID : করোনা সচেতনতায় হুগলি জেলা প্রশাসনের YouTube ভিডিও!

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_covid
  • 1/11

করোনা নিয়ে মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াতে অন্য রকম উদ্যোগ নিল হুগলি জেলা প্রশাসন। তৈরি করা হয়েছে মজাদার ভিডিও। হালকা চালে মানুষের কাছে এই রোগের ব্যাপারে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_one
  • 2/11

প্রশাসনের ভিডিওতে মাত, করোনা কুপোকাত। হুগলি প্রশাসনের অভিনব উদ্যোগ। হাসির মোড়কে করোনা সচেতনতার দাওয়াই।

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_one_Covid
  • 3/11

করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গ নিয়ে উদ্বেগের মধ্যেই হুগলি জেলা প্রশাসন জেলাশাসক দীপাপ্রিয়া পি-র নেতৃত্বে এবং হুগলি জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের সৌজন্যে নিয়ে এল একটি অভিনব ভিডিও 'করোনায় কুপোকাত’।

Advertisement
Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_Covid_Two
  • 4/11

‘লুকোচুরি’ সিনেমায় কিশোরকুমারের অমর গান ‘শিং নেই তবু নাম তার সিংহ’। সেই গানটিকেই করোনার আঙ্গিকে অনবদ্য ভঙ্গিমায় পরিবেশন করা হয়েছে ভিডিওটিতে। হুগলী জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সন্দীপকুমার ঘোষের ভাবনায় সমৃদ্ধ এই ভিডিওটিতে অভিনয় করেছেন জেলা প্রশাসনের আধিকারিক এবং সহকর্মীরা।

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_three
  • 5/11

সুনিপুণ অভিনয়, অ্যানিমেশন আর মজাদার বার্তার ত্রিবেণী সঙ্গমে ব্যক্ত হয়েছে কোভিড বিধি পালনের বিষয়টি। 

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_Four
  • 6/11

ভিডিওতে দেখা যায় গানের সেই বিখ্যাত চরিত্র গোলগাল বিশু নন্দীকে চায়ের ঠেকে বোলচাল মারতে। মাস্ক তার আঙুলের ডগায় নৃত্যরত। 

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_Five
  • 7/11

অন্য চরিত্র তাগড়াই বেঁটে বড়দা পান-জর্দা খেয়ে পিক ফেলে যেখানে সেখানে। 

Advertisement
Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_Six
  • 8/11

রকবাজ ছেলেরা হাসাহাসি করে মাস্ক ফেসশিল্ড পরিহিতা পথচারী মহিলাকে দেখে। খেঁদির খুন্তি দেখে যদি বা মাস্ক তাদের মুখে ওঠে, কিন্তু নাক ঢাকে না। অন্তিমে কোভিডবিধি না মানার মাশুল গুনতে হয় প্রত্যেককেই।

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_five
  • 9/11

মাত্র দুই মিনিটের স্বল্প পরিসরে যে করোনার ভ্রূকুটি কুটিল রূপ এত অসামান্য সরস ভঙ্গিতে পরিবেশিত হতে পারে- ভিডিওটি না দেখলে বিশ্বাস করা মুশকিল।

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_five_Covid
  • 10/11

 'সহপাঠী কন্যাশ্রী হুগলি'  ইউটিউব চ্যানেল https://youtube.com/channel/UCgBA-kXjuJeRLRsrlEWztkQ- এ ভিডিওটি মুক্তি পেয়েছে সদ্য। 

Corona_Awareness_campaign_Hooghly_Administration_makes_youtube_video_gone_viral_abk_Six_Covid
  • 11/11

হুগলি জেলা প্রশাসনের এই চ্যানেলটিও একেবারেই নতুন। অল্প দিনের মধ্যেই বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারের সূত্রে যথেষ্টই জনপ্রিয়। গ্রাহক সংখ্যা দু'মাসের মধ্যেই সাত হাজার ছুঁইছুঁই। দর্শক সংখ্যা দেড় লক্ষেরও বেশি। এমন ধরনের প্রয়াস নিউ নর্মাল জীবনে প্রশাসনের জনকল্যাণমুখী ভূমিকাকে যে আরও সুদৃঢ় করবে তা বলাই বাহুল্য।

Advertisement