scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

সোয়াব বন্ধ, আগে পরীক্ষা হবে রক্ত, ডেঙ্গি মোকাবিলায় মরিয়া আলিপুরদুয়ার

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 1/10

করোনার সোয়াব টেস্ট নয়। এবার থেকে জ্বরের রোগীর সন্ধান পেলেই প্রথমেই ডেঙ্গি টেস্টের নির্দেশ দিল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার ডেঙ্গির সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর পর ডেঙ্গু মোকাবিলায় আলিপুরদুয়ারে বাড়ি বাড়ি রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
 

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 2/10

আলিপুরদুয়ার জেলায় এই মুহুর্তে ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত। পাশাপাশি, জেলার ডেঙ্গুপ্রবণ এলাকা জয়গাঁ-১, ২ ও দলসিংপাড়া এই তিনটি পঞ্চায়েতে ডেঙ্গু মোকাবিলায় পঞ্চায়েত নিয়ে বিশেষ সচেতনতা অভিযান শুরুর জন্য জেডিএ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 3/10

চলতি মাসের ২২ তারিখে কোচবিহার এমজেএন হাসপাতালে কালচিনির গারোপাড়া পঞ্চায়েতের রাজাভাত চা বাগানের শালবাড়ি এলাকার বাসিন্দা চেতানুল ঠাকুর (৫০) নামে ওই ব্যক্তির  মৃত্যু হয়। এছাড়াও, জেলার কালচিনি, আলিপুরদুয়ার-১, ২, কুমারগ্রাম ও ফালাকাটা ব্লকে আরও ১৪ জন বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Advertisement
ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 4/10

যদিও শুক্রবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা  জানান, আক্রান্ত ১৪ জনের মধ্যে আট জন ইতিমধ্যেই চিকিৎসায় সেরে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে অনেক আগেই ছুটি দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বাকি ছ’জনের এখনও চিকিৎসা চলছে। তাঁরা প্রত্যেকেই ভালো আছে।

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 5/10

তিনি জানান, জেলায় ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার কারণে এবার বাড়ি বাড়ি রক্তের নমুনা সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি জমা জল ফেলে দেওয়া ও ডেঙ্গির বাহক এডিস মশার লার্ভা নষ্ট করার উপরও জোর দেওয়া হচ্ছে।

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 6/10

চলতি বছরে উত্তরবঙ্গে প্রথম আলিপুরদুয়ারে ডেঙ্গুর বলি হওয়ার ঘটনা সামনে আসায় স্বাস্থ্যদপ্তর জেলা জুড়ে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা নষ্ট করতে প্রশিক্ষণপ্রাপ্ত আরবান হেলথ ওয়ার্কারদের আরও বেশি করে বাড়ি বাড়ি পাঠানোর উপর জোর  দিয়েছে।

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 7/10

অন্যদিকে, জেলা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভাঙা কাপ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার সহ বাড়ির আনাচে কানাচে জমা জল ফেলে দিতে ভেক্টর কন্ট্রোল টিমকে আরও সক্রিয় করা হচ্ছে।  এরই সঙ্গে জেলার ৬৬টি পঞ্চায়েত এলাকা জুড়ে পঞ্চায়েতগুলিকেও ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।   

Advertisement
ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 8/10

জেড়িএ’র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, আমি সবে মাত্র জেডিএ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। এখনও জেডিএ’র বোর্ড মিটিং হয়নি। তবে দ্রুত বোর্ড মিটিং করে জেডিএ’র অধীন ওই তিনটি পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু নিয়ে সচেতনতা অভিযান শুরু করা হবে। জেডিএ’র কর্মীদের সঙ্গে তিনটি পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মীদের নিয়ে এই অভিযান হবে।

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 9/10

জেলা জুড়ে ডেঙ্গির সংক্রমণ শুরু হলেও আলিপুরদুয়ার জেলা শহরের মানুষ ও পুরসভা এখনও সতর্ক হয়নি। শহরের যত্রতত্র নোংরা, আবর্জনা জমে রয়েছে।

 

ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের, হুঁশ নেই প্রশাসনের
  • 10/10

শহরের একাধিক যায়গায় পড়ে থাকা থার্মোকলের বাক্সে জল জমে মশার লার্ভা তৈরি হচ্ছে। যদিও এই ব্যাপারে হুঁশ নেই পুরসভার। পুরসভার প্রশাসক বাবলু কর জানান, পুর এলাকায় সাফাইয়ের কাজ শুরু হয়েছে। মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

Advertisement