দেশে দ্রুত গতিতে করোনা আক্রান্তের (Corona In India) সংখ্যা বৃদ্ধি ফের আতঙ্ক বাড়াতে শুরু করেছে। শেষ ২৪ ঘণ্টায় গোটা দেখে ১৭ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারের কাছাকাছি।
করোনা (Corona) সংক্রমণের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা ভাইরাস সম্পর্কিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭,৩৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন - ক্যান্সারে কেউ পাশে নেই, আত্মহত্যার আগে বাঁশদ্রোণীর দম্পতি লিখলেন...
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাকটিভ রোগীর সংখ্যাও লাফিয়ে বাড়তে শুরু করেছে। পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮,২৮৪।
আরও পড়ুন - আজ থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, দক্ষিণের পূর্বাভাস কী?
বাংলার করোনা চিত্র
শুধুমাত্র বাংলার দিকে যদি নজর রাখা যায় তবে দেখা যাবে, রাজ্যের সর্বশেষ বুলেটিন অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,২৩,৫৮৭।
সুস্থ হয়েছেন আরও ১৭১ জন। ফলে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৯৯,৩৫৫ জন। বাংলায় বর্তমানে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।