আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের (Northe Bengal) ওপরের ৫টি জেলায় ফের বাড়বে বৃষ্টিপাত।
২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়েও।
আরও পড়ুন - একই বোতলে ১০০ রকম পারফিউম! স্মার্টফোনেই কন্ট্রোল, দাম কত?
ফলে আপাতত ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।
আরও পড়ুন - সরকারি ব্যাঙ্কে প্রচুর নিয়োগ, আবেদনের তারিখ-যোগ্যতা বিস্তারিত
অন্যদিকে কলকাতার ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে কোথাও কোথাও হতে পারে বৃষ্টি।