
ফের বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। রবিবার রাজ্য সরকারে দেওয়া বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। শনিবার যে সংখ্যাটা ছিল ৯৭৪ জন।

রবিবারের আপডেট ধরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৮৬,৪৫৫। তবে এদিন কমেছে দৈনিক মৃত্যুর পরিমান।

এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। গতকাল যে সংখ্যাটা ছিল ১২।

ফলে রাজ্য মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,০৫৫ জন। এদিন রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৮২৮ জন। সেই সংখ্যাটাও গতকালের চেয়ে বেশি। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৮০৮ জন।

ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৫,৫৯,৫১৮। দৈনিক সুস্থের পরিমান বাড়লেও কমেছে সুস্থতার হার।