scorecardresearch
 
Advertisement
করোনা

Bengal Corona Update Today : রাজ্যে একদিনে বাড়ল প্রায় ৮০০ আক্রান্ত, আতঙ্ক বাড়াচ্ছে মৃত্যুও

প্রতীকী ছবি
  • 1/7

সোমবারের চেয়ে একলাফে অনেকটাই বাড়ল রাজ্যের করোনা (Corona Virus) সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন বলছে বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,২৪৩ জন।

প্রতীকী ছবি
  • 2/7

গতকাল এই সংখ্যাটা ছিল ১,৪৪৯ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৭৪,৫৫০ জন। বর্তমানে রাজ্যে পজিটিভিটি রেট ১৫.৩৭ শতাংশ।

আরও পড়ুুনঅবাক কাণ্ড! ১৫ দিনে ৩ বার সাপের কামড় খেয়েও বহাল তবিয়তে 'মৃত্যুঞ্জয়' বালক

প্রতীকী ছবি
  • 3/7

দিনের বুলেটিন বলছে পশ্চিমবঙ্গে (West Bengal) করোনায় মৃত্যু হয়েছে আরও ৬ জনের। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

ফলে রাজ্যে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২১,২৮৮। 

 

প্রতীকী ছবি
  • 5/7

তবে স্বস্তির খবর হল গতকালের চেয়ে এদিন করোনাজয়ীর সংখ্যাটাও ঊর্ধ্বমুখী। গতকাল যেখানে কোভিড ১৯ (Covid 19) থেকে সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২,৬৫১ জন, সেখানে আজ এই রোগ থেকে সুস্থ হয়েছেন আরও ২,৮৫১ জন।

প্রতীকী ছবি
  • 6/7

ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ২০,২৪,২৯৩ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭,৫৮ শতাংশ। 

প্রতীকী ছবি
  • 7/7

নতুন করে করোনার এই বাড়বাড়ন্ত দেখে ফএর একবার কোভিড বিধি (Covid Protocols) মেনে চলার ওপরে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

Advertisement