scorecardresearch
 
Advertisement
করোনা

Independence Day 2022 COVID Guidelines : বাড়ছে কোভিড, স্বাধীনতা দিবসের জমায়েতে বিধি-নিষেধ কেন্দ্রের

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine one
  • 1/11

Independence Day 2022 COVID Guidelines: দেশ জুড়ে কোভিড সংক্রমণের ঘটনা বাড়ছে। আসছে স্বাধীনতা দিবস। কেন্দ্র সব রাজ্যকে স্বাধীনতা দিবস উদযাপনের সময় বিশাল জমায়েত এড়াতে বলেছে। সংক্রমণ হাতের বাইরে যাতে না যায়, তাই এই নির্দেশ।

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine two
  • 2/11

দেশের বিভিন্ন অংশে অনুষ্ঠান
কারণ দেশে ওই দিন বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়। বিভিন্ন জায়গায় জমায়েত হয়। কলকাতা-সহ বাংলাতেও তেমন হয়। রাজ্য সরকার রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করে। সেখানে সম্প্রীতি, সৌহার্দের বার্তা দেওয়া হয়। 

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine three
  • 3/11

এর পাশাপাশি বাংলার সংস্কৃতির বৈচিত্র্যও তুলে ধরা হয়। এর পাশাপাশি বিভিন্ন সংগঠন রক্তদান শিবির, আলোচনা সভা, সাংস্কৃতিকঅনুষ্ঠান, ত্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেখানে মানুষের ভিড় হয়। 

Advertisement
Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine four
  • 4/11

কোভিড বিধি মেনে চলার ওপর জোর
এর পাশাপাশি ফের কোভিড বিধি মেনে চলার কথা জানানো হয়েছে। কেন্দ্র মানুষকে মাস্ক পরতে, শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং সংক্রমণ এড়াতে তাদের হাত স্যানিটাইজ করার কথা জানিয়েছে। 

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine five
  • 5/11

সেই জমায়েত যাতে করোনা সংক্রমণ বাড়িয়ে না তোলে তাই এই পদক্ষেপ করার কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। 

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine six
  • 6/11

ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য মাস্ক বাধ্যতামূলক করা সহ কোভিড-১৯ বিধিগুলোকে শক্তিশালী করা শুরু করেছে। 

আরও পড়ুন: WhatsApp Status আরও পার্সোনাল, যোগ হচ্ছে ৩ অপশন

আরও পড়ুন: বিয়ের আগে পার্বতীর পরীক্ষা নিয়েছিলেন শিব, জানুন মহাদেবের ৫ রহস্য

আরও পড়ুন: কম খরচে টয় ট্রেন-ভিস্তাডোমে পাহাড় ঘুরুন

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine seven
  • 7/11

দিল্লি সরকার এই সপ্তাহে, মাস্ক পরা ফের বাধ্যতামুলক করেছে। এবং বলেছে যে নির্দেশ লঙ্ঘন করবে তাদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করা হবে। দেখা যাচ্ছে, দিল্লিতে করোনা সংক্রমণ আগের তুলনায় একটু বেড়ে গিয়েছে। 

Advertisement
Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine eight
  • 8/11

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬,৫৬১টি নতুন কোভিড কেস রেকর্ড করা হয়েছে এবং কোভিড পজিটিভিটির হার ৫.৪৪%-এ দাঁড়িয়েছে।

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine nine
  • 9/11

চিন্তা বাড়াচ্ছে দিল্লি এবং মুম্বই
মোট মামলার সংখ্যার কথা বিচার করলে দিল্লি এবং মুম্বই এখনও ভয় ধরাচ্ছে। সেখান থেকে সবথেকে বেশি সংক্রমণের কথা জানা যাচ্ছে।

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine ten
  • 10/11

বৃহস্পতিবার, দিল্লিতে ২,৭২৬টি নতুন মামলা হয়েছে। যা প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে এমনই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। 

Independence Day 2022 fifteen August celebration hike in corornavirus covid vaccine eleven
  • 11/11

এ ছাড়াও, সংক্রমণের কারণে ৬ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। যখন করোনা পজিটিভিটির হার ১৪.৩৮ শতাংশে দাঁড়িয়েছে।

Advertisement