scorecardresearch
 
Advertisement
করোনা

Corona Update Of West Bengal Today : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, বাড়ল পজিটিভিটি রেট

প্রতীকী ছবি
  • 1/5

লাগাতার করোনার ঊর্ধ্বমুখী (Corons Graph) সংক্রমণ গ্রাফের মাঝেই কিছুটা স্বস্তির খবর বঙ্গবাসীর জন্য। রাজ্য সরকারের সোমবারের (Monday) বুলেটিন অনুযায়ী বাংলায় কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। 

প্রতীকী ছবি
  • 2/5

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,২৮৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২৪,২৮৭। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭,৭৪,৩৩২। 

প্রতীকী ছবি
  • 3/5

যদিও স্যাম্পল টেস্টের পরিমানও এদিন কম। গতকালের রিপোর্টে যেখানে ৭১,৬৬৪ নমুনা পরীক্ষার কথা উল্লেখ ছিল, সেখানে এদিন সংখ্যাটা ৫১,৬৭৫। অন্যদিকে এদিন রাজ্যে পজিটিভিটি রেটও গতকালের চেয়ে বেশি।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/5

তবে সোমবার রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কম। গতকাল রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৮, যা এদিন কমে দাঁড়িয়েছে ১৬-তে। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৯১৭।

প্রতীকী ছবি
  • 5/5

অন্যদিকে এদিন দৈনিক সুস্থের সংখ্যাও কমেছে। সোমবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়েছেন মোট ৮,১৮৭ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮,২১৩। ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৬,৬৫,২২১। এদিনের সুস্থতার হারও গতকালের চেয়ে কম। 
 

Advertisement