
কোভিশিল্ড ও কোভ্যাক্সিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ। এবার আরও ৪টি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করল কেন্দ্র। আজ অর্থাত্ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানালেন, জাইডাস ক্যাডিলা, রাশিয়ার Sputnik-V, বায়োলজিক্যাল E ও জেনোভা-- এই চার ভ্যাকসিনকেও ভারতে ছাড়পত্র দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছে কেন্দ্র। ছবি সৌজন্য: India Today

Biological E ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ট্রায়াল চলছে। সম্ভবত মার্চে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। জেনোভা ভ্যাকসিনটিরও প্রথম পর্যায়ের ট্রায়াল চলছে। মার্চে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। ছবি সৌজন্য: India Today

এবার দেখে নেওয়া যাক কোন ভ্যাকসিনের কেমন দাম। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ফাইজার ভ্যাকসিনের ২ ডোজের দাম ২ হাজার ৮০০ টাকার বেশি। মডার্না ভ্যাকসিনের দাম রাখা হয়েছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ প্রতি ডোজ। চিনা ভ্যাকসিনের দাম প্রতি ডোজ ৫ হাজার ৬০০ টাকা। ছবি সৌজন্য: India Today

রাশিয়ার ভ্যাকসিন Sputnik-V ভ্যাকসিনের দাম প্রতি ডোজ ৭৩৪ টাকা। জনসন অ্যান্ড জনসনের তৈরি ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ৭৩৪ টাকা। ছবি সৌজন্য: India Today

আরও একটি চিনা ভ্যাকসিনের দাম রাখা হয়েছে প্রতি ডোজ ১২০০ টাকার কাছাকাছি। ছবি সৌজন্য: India Today

ভারত সিরাম ইনস্টিটিউটের থেকে ২০০ টাকা প্রতি ডোজের দামে ১০ কোটি ডোজ কিনেছে। কেন্দ্র ভারত বায়োটেকের থেকে প্রতি ডোজ ২০৬ টাকা দামে কোভ্যাক্সিন কিনেছে। ছবি সৌজন্য: India Today

কেন্দ্র ৩৮ লক্ষ ডোজ কোভ্যাক্সিন ২৯৩ টাকা প্রতি ডোজে ভারত বায়োটেকের থেকে কিনেছে। এর মধ্যে ১২ লক্ষ ডোজ ফ্রি দেওয়া হয়েছে। ছবি সৌজন্য: India Today