scorecardresearch
 
Advertisement
করোনা

Photo : করোনা আক্রান্ত হয়েও থামালেন না বিয়ে, PPE পরে হাজির বর

পিপিই পোশাক পরে
  • 1/6

পিপিই পোশাক পরে বিয়ে সারলেন রাজস্থানে এক যুবক।পুরোহিত ও আশেপাশে থাকা অনেককেই পিপিই পোশাকে ছিলেন। কিন্তু করোনা সংক্রমিত হওয়ার পরেও নববধূকে পিপিই পোশাক পরতে দেখা যায়নি। (আলোয়ার থেকে সন্তোষ শর্মার রিপোর্ট)

পিপিই কিট ছাড়াই বিয়ের
  • 2/6

শুধু তাই নয়, পিপিই কিট ছাড়াই বিয়ের অনুষ্ঠানের সময় বেশ কিছু আত্মীয় ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর ফলে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেইসঙ্গে করোনার গাইডলাইন লঙ্ঘন করা হয় বিয়ের অনুষ্ঠানে। করোনার প্রোটোকল অনুসারে, আক্রান্ত ব্যক্তির চারপাশের প্রত্যেককে পিপিই কিট পরতে হবে
 

বাধা দেননি
  • 3/6

ওই বিয়ের অনুষ্ঠানে মেডিক্যাল টিম, প্রশাসন  ও পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কিন্তু কেউ নববধূকে পিপিই কিট ছাড়া মণ্ডপে প্রবেশ করতে বাধা দেননি।

Advertisement
ওই যুবক করোনায় আক্রান্ত
  • 4/6

আলওয়ার জেলায় এক গ্রামে ওই যুগলের বিয়ে ঠিক হয়। কিন্তু তার আগেই ওই যুবক করোনায় আক্রান্ত হয়।

কড়া কোভিড প্রোটোকল
  • 5/6

এর পরেই বিয়ে বাড়িতে কড়া কোভিড প্রোটোকল চালু হয়। পুরোহিত থেকে শুরু করে সকলকে পিপিই কিট পরে থাকতে নির্দেশ দেওয়া হয়।

নমুনা পরীক্ষা করা হবে
  • 6/6

ওই মণ্ডপে থাকা মেডিক্যাল দলের সদস্য অক্ষয় যাদব বলেন, সকলকে পিপিআই পোশাক পরে থাকতে বলা হয়েছিল। ওই বিয়েবাড়িতে আসা প্রত্যেকে নমুনা পরীক্ষা করা হবে।
 

Advertisement