scorecardresearch
 
Advertisement
করোনা

১৫২ দিনে সর্বনিম্ন, দেশে Covid সংক্রমণ ৩০ হাজারের নিচে

নামল ৩০ হাজারের নিচে
  • 1/6

করোনার সঙ্গে যুদ্ধে কিছুটা আশার আলো ! দেশে কোভিড সংক্রণের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। একদিকে যখন দেশে জোরকদমে চলছে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল, তার মধ্যে এই খবরে কিছুটা স্বস্তিতে কেন্দ্রীয় সরকার। (সব ছবি প্রতীকী-পিটিআই)

আক্রান্তের সংখ্যা ২৬,৫৬৭
  • 2/6

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৬৭। এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৯৭ লাখের বেশি। 

মৃত্যু হয়েছে ৩৮৫ জনের
  • 3/6

শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। এখনও পর্যন্ত কোভিডে সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা ১,৪০,৯৫৮।

Advertisement
সুস্থ হয়েছেন ৩৯,০৪৫
  • 4/6

শেষ ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৯,০৪৫।  এখনও পর্যন্ত করোনার সুস্থ হয়েছেন ৩,৮৩,৮৬৬ জন।

৩০ হাজারের নিচে
  • 5/6

এর আগে নভেম্বর মাসে একবার ৩০ হাজারের নিচে নেমেছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তার পর ফের বাড়তে থাকে সংক্রমণ সেটা ছাড়িয়ে চলে যায় ৫০ হাজারের কাছে।

১৫২দিন পর এভাবে কমল
  • 6/6

১৫২দিন পর এভাবে কমল করোনা সংক্রমণের সংখ্যা। এর আগে জুলাই মাসের ৮ তারিখ দেশে কোভিড সংক্রমণের সংখ্যা ছিল  ২৫,৬৪১। 

Advertisement