করোনার নতুন রূপ ওমিক্রন (Omicron) নিয়ে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। এখন ওমিক্রনের কারণে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গ আছড়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, জানুয়ারির শেষ থেকেই তৃতীয় তরঙ্গের সর্বাধিক প্রভাব পড়বে ভারতে।
অর্থাৎ, ওই সময় থেকেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা মাত্রা ছাড়াবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং (IISc) এবং ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এর (ISI) মতে, জানুয়ারির শেষ সপ্তাহে প্রতিদিন ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।
কারণ, COVID থার্ড ওয়েভ ওই সময়ই তার শীর্ষস্তরে পৌঁছাবে। জানিয়ে রাখি, বৃহস্পতিবার আর শুক্রবার দৈনিক ১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের সংক্রমণের কথা মাথায় রেখেই গাণিতিক বিশ্লেষণে এই অনুমান করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহে করোনার সর্বাধিক কেস আসবে এবং এর ব্যাপক প্রভাব ফেব্রুয়ারিতে দেখা যাবে। তবে এই গবেষণায় এটাও বলা হয়েছে যে, মার্চ থেকে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে।
ওমিক্রন ভেরিয়েন্টের (Omicron Variant) দাপটে ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার থার্ড ওয়েভের ধাক্কায় দেশের করোনা সংক্রমণের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী!
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৪১,৯৮৬ জন। আগের দিনের তুলনায় যা ২১.৩ শতাংশ বেশি। এর থেকেই বোঝা যাচ্ছে যে, কী মারাত্মক গতিতে ওমিক্রন সংক্রমিত হচ্ছে!
সমীক্ষার মডেল রিপোর্ট অনুসারে, দিল্লিতে থার্ড ওয়েভের প্রভাব শিখরে পৌঁছাবে জানুয়ারির মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহের মধ্যে। তামিলনাড়ুর জন্য, এটি হবে জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।