scorecardresearch
 
Advertisement
করোনা

Brain Fog: Omicron সংক্রমণেও আক্রান্তদের শরীরে ধরা পড়ল কোভিডের এই বিপজ্জনক লক্ষণটি!

Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 1/8

আজ নিয়ে টানা পাঁচ দিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে। মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১,৬৮,০৬৩। এর মধ্যে ভারতে মোট Omicron আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬২।

Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 2/8

ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (IHME)-এর ডিরেক্টর ডাঃ ক্রিস্টোফার মারে জানান, গত বছরের এপ্রিলে ডেল্টার প্রভাবে যে পরিমাণ সংক্রমণ বেড়েছিল, এবার তার তুলনায় অনেক বেশি মানুষ কোভিডে আক্রান্ত হবেন। তবে ওমিক্রন ডেল্টার তুলনায় কম বিপজ্জনক।

Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 3/8

বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রন ডেল্টার তুলনায় কম বিপজ্জনক এবং এর মারণ ক্ষমতাও কম। ফলে খুব বেশি সংখ্যক করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি হতে হবে না। অধিকাংশ ক্ষেত্রেই ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্তরা ৩-৪ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন।

Advertisement
Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 4/8

তবে সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওমিক্রন ডেল্টার মতো বিপজ্জনক না হলেও করোনার এই ভেরিয়েন্টকে হালকা ভাবে নেওয়াটাও ঠিক নয়। কারণ, সমীক্ষায় দেখা গিয়েছে, ওমিক্রনের সংক্রমণে আক্রান্তরা দ্রুত সেরে উঠলেও রোগীদের অনেকরই শরীরে দীর্ঘমেয়াদী নানা জটিল সমস্যার সৃষ্টি হয়।

Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 5/8

ব্রিটিশ বিজ্ঞানীদের দাবি, ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্তদের মধ্যে 'Brain Fog'-এর মতো বিরল উপসর্গও দেখা যাচ্ছে। দ্য ডেইলি এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্তরা ZOE কোভিড স্টাডি অ্যাপে তাদের উপসর্গগুলি জানিয়েছেন।

Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 6/8

অনেকেই এখানে "ব্রেন ফগ" সম্পর্কেও বলছেন। তারা ব্রেন ফগের মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে উল্লেখ করেছেন। এই কোভিড স্টাডি অ্যাপটি রোগীর দ্বারা রিপোর্ট করা করোনার নানা লক্ষণগুলি বিশ্লেষণ করে।

Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 7/8

ইউনিভার্সিটি অফ অ্যালাবামা, বার্মিংহামের নিউরোলজিস্ট ডাঃ শ্রুতি অগ্নিহোত্রীর মতে, "ব্রেন ফগ" (Brain Fog) হলে মারাত্মক মাথাব্যথা এবং স্মৃতিশক্তি হ্রাসের মতো সমস্যা তৈরি হতে পারে।

Advertisement
Brain Fog: Omicron আক্রান্তরাও ভুগছেন Brain Fog-এ! ফল হতে পারে মারাত্মক
  • 8/8

ডাঃ অগ্নিহোত্রী জানান, জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ সেরে গেলেও ওমিক্রনের সংক্রমণে আক্রান্তদের মধ্যে মারাত্মক মাথাব্যথা, ভুলে যাওয়া, অন্যমনস্কতার মতো সমস্যা দেখা দেয়।

Advertisement