ভ্যাকসিনের (Vaccine) দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ, অবরোধ তুলতে পালটা লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার জেরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায়।
বিক্ষোভকারীরা জানাচ্ছেন, কো-উইন অ্যাপে নাম রেজিস্টার থাকায় দূর-দূরান্ত থেকে তাঁরা এদিন ভ্যাকসিন নিতে আসেন অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁদের ভ্যাকসিন দিতে চাওয়া হয়নি বলে অভিযোগ। এই প্রসঙ্গে, অশোকনগর-কল্যাণগড় পুরসভা (Ashokenagar Kalyangarh Municipality) সূত্রে জানা যায় যে ২০০ জনকে ফোন করে এদিন ডাকা হয়েছে, শুধুমাত্র তাঁদেরই ভ্যাকসিন দেওয়া হবে।
কিন্তু এই কথা মানতে চাননি অন্যান্য ভ্যাকসিনপ্রার্থীরা। এরপরেই ভ্যাকসিনের দাবিতে অশোকনগর-নৈহাটি রোড অবরোধ করেন তাঁরা। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু বিক্ষোভকারীরা অবরোধ সরাতে রাজি হননি।