বাংলায় করোনায় চোখ রাঙানি অব্যাহত। বাংলার সর্বশেষ বুলেটিনে ফের একবার বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা।
রাজ্যে নতুন করে কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্ত হয়েছেন আরও ২,৯৫০ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৪৫,৭৮১।
আরও পড়ুন - রেলে বিভিন্ন পদে প্রচুর চাকরি, মাইনে মাসে ৩৫ হাজার, রইল সমস্ত তথ্য
পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।
ফলে বাংলায় করোনা ভাইরাসে (Corona Virus) মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২১,২৩৬।
WB COVID-19 Daily Health Bulletin: 08 July 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) July 8, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৮ জুলাই ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/yx3xWbXoVK
এদিনের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে (West Bengal) কোভিড জয়ীর সংখ্যা বাড়ল আরও ৬৩৭ জন
ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ২০,০৫,৬৮৯ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। যার জেরে আবারও একবার করোনা বিধি মেনে চলার ওপরে বিশেষ জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।