scorecardresearch
 

উত্তরবঙ্গে ফের সুস্থতার হার ছাপিয়ে গেল আক্রান্তের সংখ্যাকে

গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গও কমছে করোনা সংক্রমণের হার। শেষ ২৪ ঘন্টায় পাওয়া খবরে উত্তরবঙ্গের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫। যা স্বাভাবিক এর মধ্যেই রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • করোনায় সুস্থতার হারে অগ্রগতি
  • জলপাইগুড়িতে পিকু ওয়ার্ডের প্রস্তুতি
  • মৃত্যুর সংখ্যা কুড়ির নিচেই

সংক্রমণে রাশ উত্তরবঙ্গেও

গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গও কমছে সংক্রমণের হার। শেষ ২৪ ঘন্টায় পাওয়া খবরে উত্তরবঙ্গের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫। যা স্বাভাবিক এর মধ্যেই রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি।

সংক্রমিতের নতুন সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থতার হার

উত্তরবঙ্গে আট জেলায় একদিনের সংক্রমিত সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ জন। অন্য দিকে সুস্থ রোগীর সংখ্যা টপকে গিয়েছে আক্রান্তের সংখ্যাকে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৮৩ জন।

মৃতদের খতিয়ান
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে ৪ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ৬ জন রায়গঞ্জের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি ৫ জন জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন।

আক্রান্তের হিসেব

এদের উত্তরের আটটি জেলা সংক্রমিত দের মধ্যে ২৪১ জন, আলিপুরদুয়ারের ২৯২ জন, কোচবিহারের ৩১৫ জন, দার্জিলিং এর ৮০ জন, কালিম্পংয়ের ৪৪৬ জন, জলপাইগুড়ির ৩৯৭ জন, উত্তর দিনাজপুরের ১২৬ জন, দক্ষিণ দিনাজপুরের ৯৭ ও মালদার ৯০ জন বাসিন্দা রয়েছেন। এ দিন শুধু শিলিগুড়ি পুরনিগমের ১৪১ জন সংক্রমিত হয়েছেন।

সুস্থতার হার পাল্লা দিয়ে বাড়ছে

অন্যদিকে এদিন ১৪৯ জন আলিপুরদুয়ারে, ২৬১ জন কোচবিহারে, ৩৫৭ জন দার্জিলিংয়ে, ৫৭ জন কালিম্পংয়ে, ৪৯৭ জন জলপাইগুড়িতে, ২০২ জন উত্তর দিনাজপুরে, মালদায় ১৯৭ জন এবং দক্ষিণ দিনাজপুরের ১৬৩ জন বাসিন্দা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পিকু ওয়ার্ড চালুর প্রস্তুতি শুরু

অন্যদিকে জলপাইগুড়িতে কোভিড আক্রান্ত শিশুদের জন্য পৃথক ওয়ার্ড তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়িতে এর আগেই ঘোষণা করা হয়েছিল, উত্তরবঙ্গের সমস্ত জেলা হাসপাতালগুলিতে ওয়ার্ড তৈরি করা হবে।

 

Advertisement
Advertisement