আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনা (Corona Virus)। রাজ্যের ৫ জায়গায় সংক্রমণের হার বেশি। তাই আগাম সতর্কতা হিসেবে ওই ৫ জায়গায় বিশেষ নজর রাখার সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের। যে ৫টি জায়গায় চালান হবে এই নজরদারি সেগুলি হল পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম, উত্তর ২৪ পরগনা ও বসিরহাট।
পরিসংখ্যান বলছে, চলতি মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত সীমাক্ষর পর দেখা গিয়েছে, পশ্চিম বর্ধমানে সংক্রমণের হার ০.৫ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ০.৭৩ শতাংশ, নন্দীগ্রামে ০.৭৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ০.৯৯ শতাংশ এবং বসিরহাটে সবচেয়ে বেশি ১.১৬ শতাংশ। এরপরেই সোমবার স্বাস্থ্যভবনে বসে বিশেষ বৈঠক। সেই বৈঠকেই এই নজরদারির সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। একইসঙ্গে সমস্ত হাসপাতালকে নিয়মিতভাবে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দফতর।
যে জায়গাগুলিতে কোভিড (Covid 19) রোগীর সংখ্যা বাড়ছে, সেগুলিকে আরও বেশি করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি এই বিষয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে স্বাস্থ্য দফতর। সেই কমিটিই গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে৷ একইসঙ্গে করোনা মোকাবিলায় যে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না, তাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
বাংলার করোনা চিত্র
এবার একনজরে জেনে নেওয়া যাক রাজ্যের করোনা আপডেট। স্বাস্থ্য দফতরের তরফে সর্বশেষ যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৩ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৯,৬৮৬। পাশাপাশি রাজ্যে মারণ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩৯ জন। ফলে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৯,৯৮,০৬৯। তবে এই বুলেটিন অনুযায়ী বাংলায় করোনায় গত ২৪ ঘণ্টায় আর কারও মৃত্যু হয়নি।
আরও পড়ুন - রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, প্রস্তাবে সায় মন্ত্রিসভার