scorecardresearch
 

দিল্লিতে করোনায় রেকর্ড মৃত্যু, আক্রান্ত ২৫২১৯

করোনার বিরুদ্ধে আরও জোরদার লড়াই। আজ থেকে শুরু ১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণ। যদিও কোনও কোনও রাজ্যে এখনও এই বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দেশে আজ থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকা
  • কোনও কোনও রাজ্যে রয়েছে অনিশ্চয়তা
  • বাংলায় চলছে আঁশিক লকডাউন
  • দিল্লিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ নতুন করে সেরাজ্যে ৪১২ জন মারা যান। যা এক রেকর্ড। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫২১৯ জন। 
  • দিল্লির এক হাসপাতালের চিকিৎসক আত্মহত্যা করলেন। তিনি গত একমাস ধরে হাসপাতালের করোনা আক্রান্তদের চিকিৎসা করছিলেন। তাঁর সহকর্মীদের দাবি, করোনা রোগীদের যথাসাধ্য চিকিৎসা করানোর পরও তিনি অনেককে সারিয়ে তুলতে পারেননি। সেই হতাশা থেকে আত্মহত্যা করেন। 
  • মহারাষ্ট্রে রেকর্ড সংক্রমণ। আজ নতুন করে সেখানে আক্রান্ত ৬৩,২৮২ জন। এই প্রথম সেখানে একদিনে এতজন আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ৮০২ জনের। 
  • দিল্লিতে সোমবার থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ, আজই পৌঁছাল টিকা। এর আগে টিকা না পৌঁছনোর কারণে সেখানে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু করা যায়নি। তবে আঅজ নতুন করে সাড়ে ৪ লাখ ভ্যাকসিন পৌঁছেছে সেরাজ্যে। 
  • পশ্চিমবঙ্গে করোনার রেকর্ড সংক্রমণ। মত্যু ও আক্রান্তের সংখ্যা সব রেকর্ডকে ছাপিয়ে গেল
  • পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এবার থেকে বিয়ে বাড়ি বা কোনও অনুষ্ঠান বাড়িতে ৫০ জনের বেশি কাউকে আমন্ত্রণ করা যাবে না। বলল নবান্ন। 
  • অক্সিজেনের সমস্যা মেটাতে আরও ৬ হাজার সিলিন্জার কিনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার 
  • দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ। আরও এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল কেজরিওয়াল সরকার। 
  • করোনার জেরে দার্জিলিঙে বন্ধ হয়ে গেল টয়ট্রেন। গতবারও করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে টয়ট্রেন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর তা চালু হয়। এবার করোনার সংক্রমণ বৃদ্ধির জেরে ফের বন্ধ হল ট্রেন। 
  • ভারতে পৌঁছল রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি। এবার  থেকে ভারতেও এই ভ্যাকসিন উৎপাদিত হবে। হায়দরাবাদে ইতিমধ্যেই এই ভ্যাকসিন পৌঁছেছে। 
  • অক্সিজেেনের অভাবে দিল্লিতে ৮ করোনা রোগীর মৃত্যু। অক্সিজেন আসার আগেই ওই রোগীরা মারা যান।  
  • মাত্র ৮টি রাজ্যে আজ থেকে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। বাকি রাজ্যগুলিতে টিকাকরণ শুরু হয়নি। টিকার অভাবের কারণে। 
  • দিল্লিতে অক্সিজেনের হাহাকার। দিল্লি সরকারকে ভর্ৎসনা করল হাইকোর্ট। সেনার সাহায্য় সরকার নিচ্ছে না কেন, সেই প্রশ্ন করলেন বিচারপতি। 
  • কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হল বিহারের প্রাক্তন সাংসদ সৈয়দ শাহাবুদ্দিনের। দিল্লির দিনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 
  • স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তরল অক্সিজেন গেল দিল্লি। দুর্গাপুরের সগরভাঙ্গা জোনাল সেন্টারের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ৬ টি অক্সিজেন এক্সপ্রেস কন্টেনার এদিন রেল রেকের মাধ্যমে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। প্রতিটা কন্টেনারে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন রয়েছে। মোট ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা হল ভারতীয় রেল। 
  • দেশে শুরু ১৮ বছরে ঊর্ধ্বে টিকাকরণ কর্মসূচি। দেশের পূর্ব ও উত্তরপূর্বের দিকে নজর রাখলে দেখা যাবে ত্রিপুরাতে শুরু এই অভিযান। বাকি পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, অসম, মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ে এখনও এই কর্মসূচি শুরু হয়নি। 
  • রাজ্যে আংশিক লকডাউনে সমর্থন রয়েছে ব্যবসায়ীদের বেশিরভাগের। তবে দিনে ২ বার দোকান বাজার খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। 
  • ভ্যাকসিন ভর্তি বেওয়ারিশ কন্টেনার উদ্ধার মধ্যপ্রদেশে। ভিতরে মিলল ভ্যাকসিনের ২ লক্ষ ৪০ হাজার জোড।
  • দৈনিক আক্রান্ত ছাড়াল ৪ লক্ষ। দেশে ১ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০১,৯৯৩ জন। মৃত্যু হয়েছে ৩,৫২৩ জনের। 
  • দেশের করোনা চিত্র
    দেশের করোনা চিত্র
  • আজ দেশে শুরু ১৮ বছরে উর্ধ্বে টিকাকরণ অভিযান। যদিও পশ্চিমবঙ্গে এই অভিযান আজ থেকে শুরু হবে না বলেই জানা যাচ্ছে। 
  • লখনউতে ১০টি কেন্দ্রে চলবে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ। ১০টি কেন্দ্রে ৩ হাজার টিকাকরণ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যে ৭টি জেলায় বর্তমানে ৯ হাজারের বেশি আক্রান্ত রয়েছেন, সেখানেই শুরু হচ্ছে টিকাকরণ। 
  • ১৮ বছরের ঊর্ধবে টিকাকরণ অভিযানের সূচনার জন্য সকাল ১০টায় লখনউয়ের ডাফরিন হাসপাতালে পৌঁছবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • বাংলায় চলছে আংশিক লকডাউন। রাজ্যে শপিং মল, জিম, সিনেমাহল, পার্লার সহ বেশ কিছু ক্ষেত্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। 

করোনার বিরুদ্ধে আরও জোরদার লড়াই। আজ থেকে শুরু ১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণ। যদিও কোনও কোনও রাজ্যে এখনও এই বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। যেমন এই বিষয়ে ইতিমধ্যেই হাত তুলে দিয়েছে দিল্লি। অন্ধপ্রদেশ এই অভিযান সেপ্টেম্বর থেকে শুরু করা কথা বলে। পাশাপাশু উত্তরপ্রদেশেও মাত্র কয়েকটি জেলাতেই শুরু হচ্ছে এই অভিযান।

Advertisement

Advertisement