scorecardresearch
 

Covid Update India : COVID চতুর্থ ঢেউ? দেশে ১৭ হাজার পার আক্রান্ত, বাংলাতেও শোচনীয়

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭,০৭৩টি নতুন করোনার কেস নথিভুক্ত হয়েছে। যা রবিবারের চেয়ে ৪৫.৪ শতাংশ বেশি। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৪,০৭,০৪৬। গত ২৪ ঘন্টায়, মোট ৪,৫৩,৯৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • লাফিয়ে বাড়ছে করোনা
  • সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র
  • বাংলাতেও বাড়ছে আতঙ্ক

দেশে ফের বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ২১ জনের। পরিসংখ্যান অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। গত কয়েকদিন ধরে একটানা সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী পাওয়া যাচ্ছে এই রাজ্যেই। বিশেষ করে মুম্বইয়ে সংক্রমণের গতি দ্রুতহারে দেখা যাচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭,০৭৩টি নতুন করোনার কেস নথিভুক্ত হয়েছে। যা রবিবারের চেয়ে ৪৫.৪ শতাংশ বেশি। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৪,০৭,০৪৬। গত ২৪ ঘন্টায়, মোট ৪,৫৩,৯৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

৩৮.০৩% নতুন রোগী মিলেছে শুধুমাত্র মহারাষ্ট্রেই
যে পাঁচটি রাজ্যে সর্বাধিক সংখ্যক করোনা কেস পাওয়া গিয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে নয়া কেসের সংখ্যা ৬,৪৯৩ জন। বাকি ৪ রাজ্য হল, কেরালা ৩,৩৭৮, দিল্লি ১,৮৯১, তামিলনাড়ু ১,৪৭২ এবং উত্তরপ্রদেশ ৫৭২ জন। শুধুমাত্র এই ৫ রাজ্যে থেকেই রয়েছে নয়া কেসের ৮০.৮৭ শতাংশ। তার মধ্যে মহারাষ্ট্রে ৩৮.০৩ শতাংশ।

দেশে সুস্থতার হার এখন ৯৮.৫৭%
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২১ জন রোগীর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৫,০২০। তবে এটি স্বস্তির বিষয় হল, দেশে সুস্থতার হার এখন ৯৮.৫৭ শতাংশে পৌঁছেছে।

দেশে মোট ৯৪.৪২০ অ্যাকটিভ রোগী
গত ২৪ ঘন্টায় মোট ১৫,২০৮ জন রোগী সুস্থ হয়েছেন। ফলে সারা দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ৪,২৭,৮৭,৬০৬ জন। বর্তমানে দেশে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৪.৪২০। গত ২৪ ঘন্টায় ১.৮৪৪ অ্যাকটিভ কেস বেড়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২ লাখ ৪৯ হাজার ৬৪৬ জনকে টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ১,৯৭,১১,৯১,৩২৯ জনকে। 

Advertisement

বাংলার করোনা চিত্র
এদিকে রাজ্যের করোনা চিত্র বলছে, বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,২৪,৯৭২ জন। সুস্থ হয়েছেন আরও ২১২ জন। ফলে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৯৯,৯৭৯ জনে। রাজ্যে বর্তমানে মোট সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। 

আরও পড়ুনডায়েট-জিম করেও রোগা হচ্ছেন না? যে ২ ভিটামিনের অভাব মেদ ঝরতে দেয় না

 

Advertisement