করোনা নিয়ে সুখবর। ৯১ দিনের মাথায় দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। মৃত্যু হয়েছে ১১৬৭ জনের।
মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, করেনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৮৩৯ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। ৬ লক্ষের কাছাকাছি। এখন রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন।
এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২। মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১ জন। সুস্থতার হার ৯৬ শতাংশ। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ২৮ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ২০১ জন।
প্রসঙ্গত, দেশে এই নিয়ে পরপর ৪০ দিন দৈনিক আক্রান্তর চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি থাকল। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে রয়েছে তৃতীয় স্থানে। মোট আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন ন: নুসরতের বিয়ে-বিতর্ক এবার লোকসভায়! MP পদ খারিজের দাবি