পুরুলিয়ায় পৌঁছালো কোভিড ভ্যাকসিন । এদিন বিকেল ৩:৪০ নাগাদ বিশেষ পুলিশি প্রহরায় মধ্য দিয়ে বিশেষ গাড়িতে করে কোভিড ভ্যাকসিন পুরুলিয়া শহরের জেলা স্বাস্থ্য ভবনে ঢোকে। পরে স্বাস্থ্য ভবনের বিশেষ "আই ল্যাব" এ রাখা হয় ভ্যাকসিন গুলো। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অনিল কুমার দত্ত বলেন, "প্রথম পর্যায়ে ১৮ হাজার ভ্যাকসিনের পুরুলিয়ায় পৌঁছালো। জেলার ৯ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রথম পর্যায়ে এই ভ্যাকসিনের দেওয়া হবে ।''