scorecardresearch
 
Advertisement

VIDEO: সম্পূর্ণ COVID-মুক্ত উত্তরবঙ্গের ঝান্ডি, দেখুন

VIDEO: সম্পূর্ণ COVID-মুক্ত উত্তরবঙ্গের ঝান্ডি, দেখুন

যখন সারা বিশ্ব করোনার অতিমারিতে বিপর্যস্ত, তখন প্রকৃতির কোলে অবস্থিত একটি গ্রাম যে গ্রামে আজও করোনা থাবা বসাতে পারেনি। নেই মুখে কোনও মাস্ক , জানেনা রসায়নযুক্ত স্যানিটাইজারের ব্যবহারও। কিন্তু হ্যাঁ বিষাক্ত পোকামাকড় কে মারার জন্য তারা এলাকার একটি ভেষজ গাছ ব্যবহার করে, নাম তার টিতেপাতি , ইংরেজি তে বলা হয় Artemisia। এই ভেষজ গাছের পাতা জলে ভিজিয়ে শরীরে অথবা বাড়িতে ছিটিয়ে দেয় । আর বাড়ি হয়ে যায় পুর জীবানুমুক্ত। সমুদ্রতল থেকে ৬২০১ ফুট উচ্চতায় অবস্থিত গরুবাথান ব্লকের এই গ্রাম, ঝান্ডি । করোনা এখনও থাবা বসাতে পারেনি এই গ্রামে ।

Advertisement