scorecardresearch
 
Advertisement

VIDEO: করোনা রোগীদের জন্য কলকাতায় শুরু ‘ইসকন কমিউনিটি কিচেন'

VIDEO: করোনা রোগীদের জন্য কলকাতায় শুরু ‘ইসকন কমিউনিটি কিচেন'

বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা,তাই হাসপাতালে অভাব দেখা দিচ্ছে বেডের। এমতাবস্থায় দাঁড়িয়ে হোমআইসোলেশনই বেছে নিচ্ছেন বেশিরভাগ মানুষ। আর এই অবস্থায় হোম আইসোলেশনএ থাকা যে সমস্ত রোগীরা নিজেরা রান্না করে খেতে পারছেন না তাদের জন্য এক অভিনব উদ্যোগ নিলো ইসকন। ইসকনের তরফে কলকাতায় শুরু করা হলো দুটি কমিউনিটি কিচেন যে কিচেনে রান্না করা খাবার হোম আইসোলেশন এ থাকা রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইসকনের সঙ্গে যোগাযোগ করলেই মিলবে এই পরিষেবা।

Advertisement