মধ্যপ্রদেশের ভোপালের এই ঘটনার কথা জানতে পেরে তাজ্জব সকলে। এক বিয়ে বাড়িতে হাজির চার-চারজন বরযাত্রী। সেখানে পৌঁছে তাঁদের ভিরমি খাওয়ার জোগাড়। পরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। ওই কনে ৪ জনকে বিয়ে কথার প্রতিশ্রিতি দিয়েছিলেন বলে অভিযোগ। পরে সেখানে পুলিশ যায়। ঘটনার কথা জানতে পেরে তাঁরাও হয়রান!