Advertisement
ভাইরাল

PHOTOS : চোখ লেগে এল চোরের, এসি চালিয়ে গা এলিয়ে দিল, তারপর?

  • 1/5

চুরি করতে এসে এসি দেখে মন ভাল হয়ে গিয়েছিল। তাই ঘুমিয়ে পড়েছিল।

  • 2/5

দেখা যায়, যে ঘরে চুরি করতে এসেছিল, সেটি বাড়ির মালিকের মেয়ের। থাইগরডটকম নামে এক ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয়েছে। ২২ বছরের ওই যুবক রাত ২টো নাগাদ সেখানে পৌঁছয়।

  • 3/5

তিনি খবর দেন পুলিশ। এরপর চোরকে ডেকে তোলা হয়। যে ঘরে চুরি করতে এসেছিল, তিনিও পুলিশ ছিলেন।

Advertisement
  • 4/5

তখন তার ঘুম পাচ্ছিল। তাই এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘরের মালিক তা দেখে চমকে ওঠেন।

  • 5/5

জানা গিয়েছে, সে অনেক কিছু চুরি করেছিল। তবে ঘুম সব মাটি করে দিল।

Advertisement