চুরি করতে এসে এসি দেখে মন ভাল হয়ে গিয়েছিল। তাই ঘুমিয়ে পড়েছিল।
দেখা যায়, যে ঘরে চুরি করতে এসেছিল, সেটি বাড়ির মালিকের মেয়ের। থাইগরডটকম নামে এক ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয়েছে। ২২ বছরের ওই যুবক রাত ২টো নাগাদ সেখানে পৌঁছয়।
তিনি খবর দেন পুলিশ। এরপর চোরকে ডেকে তোলা হয়। যে ঘরে চুরি করতে এসেছিল, তিনিও পুলিশ ছিলেন।
তখন তার ঘুম পাচ্ছিল। তাই এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘরের মালিক তা দেখে চমকে ওঠেন।
জানা গিয়েছে, সে অনেক কিছু চুরি করেছিল। তবে ঘুম সব মাটি করে দিল।