ক্রেডিট কার্ডের বিল না মেটানোয় শারীরিক সম্পর্কে জোর করা হচ্ছে। এজেন্টের বিরুদ্ধে এমনটাই মহারাষ্ট্রের ওরঙ্গাবাদের বাসিন্দা এক মহিলা। তার অভিযোগ, ক্রেডিট কার্ডের বিল না মেটানোয় ওই এজেন্ট শারীরিক সম্পর্ক স্থাপন করতে জোর করছে। এমনকি অশালীন ভাষায় গালিগালাজও করছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই মহিলা ক্রেডিট কার্ড দিয়ে ৪৬ হাজার টাকা জিনিস কিনেছিলেন। তারমধ্যে ২৫ হাজার টাকা তিনি মিটিয়ে দেন। কিন্তু লকডাউনের জেরে বাকি টাকা শোধ করতে পারেননি। এরপরেই সংস্থা থেকে একের পর এক ফোন আসতে শুরু করে।
মহিলার দাবি, তিনি নিজের সমস্যার কথা ওই সংস্থার এজেন্টদের বলেন। বাকি ২১ হাজার টাকা দ্রুত মিটিয়ে দেবেন বলে আশ্বাস দেন। কিন্তু অভিযোগ, তখন ফোনে অশালীন কথা বলা হয়। এর জেরে মানসিকভাবে ভুগছিলেন ওই মহিলা।
শুধু এখানেই থেমে থাকেনি ওই এজেন্ট। অভিযোগ, মহিলার আত্মীয়দের ফোন করে ওই মহিলার সম্পর্কে খারাপ কথা বলতে থাকে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ওই মহিলা সম্পর্কে অশালীন পোস্ট করা হয়।
ওই মহিলার স্বামীর অভিযোগ, পুলিশ তাকে নিয়ে দিল্লি নিয়ে ওই সংস্থার সঙ্গে কথাও বলে। কিন্তু তারপরেও পুলিশ কোনও পদক্ষেপই নেয়নি।