উত্তরপূর্ব দিল্লিতে এক বৃহন্নলা হত্যার রহস্যফাঁস করল পুলিশ। এই মামলায় মূল খুনীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এই হত্যার জন্য ৫৫ লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল তাকে।
গত বছর একতা যোশীকে হত্যা করা হয়েছিল। তিনি বৃহন্নলা সম্প্রদায়ের গুরুদের উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত হতেন। তার আগেই তাকে খুন করা হয়। দুজন পেশাদার খুনীকে এই কাজে লাগানো হয়। জানা গিয়েছে, অপর পক্ষ এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে।
এই ঘটনা থেকে এটাই প্রমাণ করে যে বৃহন্নলা সম্প্রদায়ের মধ্যেও প্রভাব খাটানোর জন্য সংঘর্ষ হয়। তা খুন পর্যন্ত গড়াতে পারে।
১০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়িতে থাকতেন একতা যোশী। ৫ তারিখ তাকে গুলি করে হত্যা করা হয়। ওই বাড়িতে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরলের বৃহন্নলারাও থাকতেন।
বর্তমানে একটি বাড়িটির মালিকা অনিতা যোশী। বৃহন্নলারা কোথায় যাবেন, কোথা দিয়ে টাকা আনবেন সেটা অনিতা ও একতাই ঠিক করতেন।
বাড়ির বাইরে সবসময় দামী গাড়ির লাইন থাকে। অনিতার জন্য একটি বিরাট গাড়ি রয়েছে। সেই সঙ্গে তার সঙ্গে সিকিউরিটি থাকে। গোটা বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মোড়া রয়েছে।
জানা গিয়েছে, ঘটনার দিন একতা ও অনিতা একই গাড়িতে ছিলেন। তারা এই বাড়িতে ফিরছিলেন। সেই সময়ে স্কুটি থেকে একতাতে হত্যা করা হয়।এক বৃহন্নলা জানায়, অপর গোষ্ঠী তাদের উপর হিংসা করত। সেই জন্য এই হামলা হয়েছে।