চাকরির প্রলোভন দিয়ে প্রচুর টাকা প্রতারণার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরের (Pandaveswar) ডালুরবাঁধ নিউ সেন্টার এলাকায়।
অভিযোগ, নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ও চাকরির লোভ দেখিয়ে এলাকার প্রায় ৫-১০ হাজার মহিলার থেকে টাকা নিয়েছে অরুণ ভারতী নামে এক ব্যক্তি। এই ঘটনায় অরুণের সঙ্গী ছিল বিন্দু যশোয়ারা নামে তার এক বান্ধবী।
কারও কাছে ৫ হাজার, কারও কাছে ৭ হাজার, কারও কাছে ১০ হাজার টাকা করে তারা নিয়েছে বলে অভিযোগ। প্রায় ২ বছর ধরে এই কাজ চালিয়ে গিয়েছে তারা।
কিন্তু এখনও পর্যন্ত কাউকে চাকরি দেয়নি বলেই অভিযোগ। এমনকী টাকা ফেরত চাইলে তাও পাওয়া যায়নি বলে জানাচ্ছেন এলাকার মহিলারা।
অবশেষে ধৈর্য্যের সীমা ছাড়ানোয় বুধবার অরুণ ও বিন্দুর বাড়ির সামনে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান তাঁরা। যদিও বিক্ষোভের আগাম আঁচ পেয়ে এলাকা থেকে চম্পট দেয় ওই দুই অভিযুক্ত।