ছদ্মবেশে করেছেন একের পর এক অপরাধ। শেষে পুলিশের জালে ধরা পড়তেই বেরলো আসল কাহিনী। ডেইলি স্টারে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলা অন্তত ৫০টি অপরাধমূলক মামলায় জড়িত বলে অভিযোগ। আদালত তাকে দুই বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। (সমস্ত ছবি প্রতীকী-গেটিইমেজেস)
জানা গিয়েছে, ওই মহিলার নাম সামান্থা। কখনই স্কুল ছাত্রী, কখনও বা খেলোয়াড়ের পরিচয়ে বিভিন্ন লোককে ঠকিয়েছেন বলে অভিযোগ।
আদালতে তোলার সময়ে তাঁর আইনজীবী বলেন সামান্থা আদতে এক রোগী। তাঁর অসুখ রয়েছে। যদিও সেই দাবি ধোপে টেকেনি। সামান্থার বিরুদ্ধে শিশু চুরিরও অভিযোগ রয়েছে।
সামান্থার বিরুদ্ধে অভিযোগ কখনও স্কুল ছাত্রীর নাম ভাঁড়িয়ে জালিয়াতি করেছেন। পাশাপাশি শিশু চুরির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বাস্কেটবল খেলোয়াড় টম জার্ভিস এবং তাঁর স্ত্রী জাজও শিকার হয়েছে সামান্থার। অভিযোগ তিনি দম্পতির কাছে গিয়ে তার নাম সাকা বলেন। সেই সঙ্গে বলেন তিনি আমেরিকা থেকে এসেছেন। পরে সেই দম্পতির বাড়িতেই চুরি করেন।
শুনানির সময়ে স্থানীয় ম্যাজিস্ট্রেট জানান, সামান্থার সব অপরাধের মধ্যে শিশু চুরির মামলাটি সবথেকে গুরুত্বপূরর্ণ। কিন্তু সমান্থা কোনও শিশুর ক্ষতি করেনি। ফলে তার এই বিচিত্র অপরাধের কারণ নিয়ে অস্পষ্টতা রয়েছে।