লিঙ্গ পরিবর্তন করে দেহব্যবসা চালাচ্ছিল পুরুষরা। ইন্দোরে স্পা সেন্টারে মধুচক্রের কারবার ফাঁস করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছে পুলিশ। (সব ছবি প্রতীকী)
দুদিন আগেই মধ্যপ্রদেশের ইন্দোরে একটি স্পা সেন্টারের দেহব্যবসার পর্দা ফাঁস করেছিল পুলিশ। বেশ কয়েকজন বিদেশী মহিলাকেও গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ওই স্পা সেন্টার থেকে ১০ জন মহিলা এবং ৮ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে ৭ জন মহিলা থাইল্যান্ডের। আবার তাদের মধ্যে চারজন লিঙ্গ পরিবর্তন করেছে এবং পাসপোর্টে এই তথ্য পাওয়া গেছে। বাকি তিনজনের পাসপোর্টের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মহিলা থানার ইনচার্জ জ্যোতি শর্মার মতে, থাইল্যান্ডের ৭ জন মহিলা ধরা পড়েছে। এর মধ্যে ৪টি পাসপোর্টেই এই মেয়েদের লিঙ্গ পরিবর্তনের কথা লেখা রয়েছে এবং তাদের লিঙ্গ পরিবর্তন করে স্পা সেন্টারে দেহব্যবসা চালাচ্ছিল।
এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তার খোঁজ চালানো হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ এই চক্রে আরও অনেকে যুক্ত থাকতে পারে।
দুই মাস আগে দেহব্যবসার জন্য বাংলাদেশ থেকে মহিলাদের ইন্দোরে নিয়ে আসার এক চক্রের হদিশ পেয়েছিল পুলিশ।
জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, বাংলাদেশ থেকে মেয়েদের ইন্দোরে এনে অন্য এলাকায় পাঠানো হত। এর আগেও ইন্দোরের বহু এলাকা থেকে এ ধরনের কারবারের সন্ধান পাওয়া গিয়েছে।